শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ট্রাম্পের প্রথম আদেশ ওবামাকেয়ার নিয়ে
প্রকাশ: ০২:৩৪ pm ২১-০১-২০১৭ হালনাগাদ: ০২:৩৬ pm ২১-০১-২০১৭
 
 
 


শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর হোয়াইট হাউসে নিজের প্রথম কয়েক ঘন্টার মধ‌্যেই এ নির্দেশ জারি করেন তিনি।

নির্বাচনী প্রচারণার সময় তার পূর্বসূরির স্বাস্থ‌্যসেবা আইনটি অকার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

শপথের পর শোভাযাত্রা করে হোয়াইট হাউসে আসেন ট্রাম্প। এর কিছুক্ষণের মধ‌্যেই হোয়াইট হাউসের প্রেসিডেন্ট দপ্তর ওভাল অফিসে উপস্থিত হন। এখানে অ‌্যাফোর্ড‌্যাবল কেয়ার অ‌্যাক্ট নিয়ে একটি আদেশে স্বাক্ষর করেন।

এই আদেশে সরকারি বিভাগগুলোকে আইনটি ‘ব‌্যবহার না করা, মুলতবি রাখা, অব‌্যাহতি প্রদান করা, বাস্তবায়নে বিলম্ব করার’ উপায় বের করার আহ্বান জানানো হয়েছে, যে আইনটি রাষ্ট্র, কোম্পানিগুলো ও ব‌্যক্তিবর্গের ওপর রাজস্বের বোঝা চাপিয়ে দিয়েছে।  

এতে রাজ‌্যগুলোকে স্বাস্থ‌্যসেবার কর্মসূচীগুলো বাস্তবায়নে অধিকতর ক্ষমতা দিতে উদ‌্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT