ঠাকুরগাঁওয়ে কয়েকটি উপজেলায় বিএনপি কর্মী সমাবেশ ডেকেছে। সেখানে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দিয়েছে। শনিবার (৬ডিসেম্বর)এজন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।এ ঘটনার পর আজ বিএনপির অনুষ্ঠান বাতিল করেছে জেলা বিএনপি। বিএনপির দলীয় সুত্রে জানা গেছে, আজ দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া, ভেলারহাট, ঢোলারহাট, রাজাগাঁও ও রামনাথ এলাকায় সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়া কথা ছিল। কিন্তু একই দিন ওইসব এলাকায় আওয়ামী লীগের পাল্টা কর্মসূচী থাকায় উপজেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। এ খবরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচী বাতিল করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিষ্ট্রেট মোল্লা আসলাম বলেন, ঠাকুরগাঁও থানার ওসি’র দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়।জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ অগণতান্ত্রিক চর্চায় লিপ্ত থেকে এক নায়কতন্ত্র কায়েমে প্রশাসনকে দিয়ে রাজনৈতিক সভা-সমাবেশ পন্ড করছে।