ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনের তফসিল আগামী বছরের জানুয়ারির মাঝামাঝিতে ও ফেব্রুয়ারির শেষ দিকে নির্বাচন সিদ্ধান্ত গ্রহণ করেছেন নির্বাচন কমিশন। রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। মেয়র আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়।
ইসি সচিব বলেন, যেহেতু ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) উপনির্বাচন করতে কোনো জটিলতা নেই। তাই কমিশন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মেয়র পদে উপনির্বাচন, উত্তর সিটিতে সংযুক্ত নতুন ১৮ ওয়ার্ডে কাউন্সিলর ও ৬ ওয়ার্ডে সংরক্ষিত এবং ঢাকা দক্ষিণ সিটির সাথে সংযুক্ত ১৮টি কাউন্সিলর ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য তিনটি আলাদা আলাদা তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, নতুন ভোটাররা শুধু ভোট দিতে পারবেন, কিন্তু ভোটে প্রার্থী হতে পারবেন না। তফসিল তিনটি একদিনেই ঘোষণা করা হবে এবং একই দিনে ভোটগ্রহণ করা হবে। নতুন ওয়ার্ডের মেয়াদ বর্তমান পরিষদের মেয়াদের সমান হবে।