বৃহস্পতি ও শুক্রবার পৌষসংক্রান্তি উপলক্ষে পুরান ঢাকার বাড়িতে বাড়িতে ‘সাকরাইন’ উৎসব উপলক্ষে ঘুড়ি ওড়ানো ছাড়াও ছিল নানা আয়োজন। বৃহস্পতিবার গেন্ডারিয়ার দীননাথ সেন সড়কের বেশ কিছু বাড়িতে ভীষণ শব্দে বাদ্য বাজতে শোনা গেছে। সেখানকার একটি বাড়িতে গিয়ে দেখা যায়, ২৩ থেকে ৩০ বছরের যুবকেরা বাজনার সঙ্গে নাচছেন। আশপাশের কেউ যেন বাদ্যের আওয়াজে তাঁদের পেছনে ফেলতে না পারে, সে জন্য আনা হয়েছে ১০ পিয়ার বক্স। ‘১৫ বছর ধরে এই উৎসবটা করে আসছে ঢাকাবাসী। প্রতিবছর চাঁদার পরিমাণ বাড়িয়ে আয়োজনে চাকচিক্য আনা হয়।’ তাঁদের বন্ধুদলের নাম ব্যাড বয়েজ আর ছোটদের দলটার নাম জুনিয়র ব্যাড বয়েজ। দুটো আলাদা আয়োজন করেন তাঁরা। সবাই আলাদাভাবে ঘুড়ি ওড়ালেও ‘ব্যাড বয়েজ’কে প্রতিনিধিত্ব করে এমন একটি বিশেষ ঘুড়িও বানানো হয়। খাওয়ার জন্য থাকে খিচুড়ি, গরুর মাংস। সারা দিন এলাকা কাঁপিয়ে বাজতে থাকে গান, চলতে থাকে নাচ। সন্ধ্যার পর শুরু হয় মুখে কেরোসিন-আগুনের খেলা, ফানুস ওড়ানো। বাড়ির ছাদগুলো থেকে আকাশে ছোড়া হয় শাঁখারীবাজার, চকবাজার থেকে কিনে আনা রং-বেরঙের আতশবাজি। রাত ১১টা পর্যন্ত ডিজের সঙ্গে সঙ্গে নাচেন ছেলেমেয়েরা।
‘সাকরাইন আমাদের পুরান ঢাকার প্রাচীন ঐতিহ্য। ছোটকাল থেকে দেখে আসছি, আমাদের পূর্বপুরুষেরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজন করে আসছে। আগে পিঠা-টিঠা বানানো হতো। এখন বাড়িতে পিঠা বানানোর আয়োজন কমে গেছে।’
পুরান ঢাকার সূত্রাপুর, মিলব্যারাক, হাজারীবাগ, সদরঘাট, নবাবপুর, লালবাগ, চকবাজার, বংশাল, ওয়ারী ও পোস্তগোলা এলাকার মানুষ এখনো ঘটা করে সাকরাইন পালন করে। শুধু ঢাকাতেই নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পৌষসংক্রান্তির এই উৎসব পালনের রীতি চালু আছে। নেপালে একে বলে মাঘি, থাইল্যান্ডে সংক্রান, লাওসে পি মা লাও, মিয়ানমারে থিং ইয়ান, কম্বোডিয়ায় মহাসংক্রান এবং ভারতে মকরসংক্রান্তি।