মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ঢাকার যাত্রীদের সেবায় চালু হলো নতুন অ্যাপ ‘কত দূর’
প্রকাশ: ০৩:২৯ pm ১৭-১২-২০১৭ হালনাগাদ: ০৩:৩৩ pm ১৭-১২-২০১৭
 
 
 


ঢাকার যাত্রীদের সেবায় চালু হলো নতুন অ্যাপ ‘কত দূর’। এ অ্যাপের মাধ্যমে যাত্রীরা নির্দিষ্ট স্টপেজ বা তার কাছাকাছি যাত্রীবাহী বাসের অবস্থান জানতে পারবেন। একইসঙ্গে তিনি এখন নির্দিষ্ট রুটের কোথায় অবস্থান করছেন সেটাও জানতে পারবেন। রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে গাবতলীতে এই অ্যাপ উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর যাত্রীদের ভোগান্তি কমাতে এই ডিজিটাল অ্যাপ চালু করা হয়েছে। গুগলের প্লে-স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করে স্মার্টফোনে ইনস্টল দিয়ে এটা ব্যবহার করা যাবে। এ সময় সেতুমন্ত্রী গাবতলীতে বিআরটিসি বাস ডিপোরও উদ্বোধন করেন। ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির দুর্নীতি, অনিয়ম, যাত্রী হয়রানি রাতারাতি বন্ধ করা যাবে না। পর্যায়ক্রমে এটি বন্ধ করতে হবে। আমি বিশ্বাস করি, বিআরটিসি তাদের এসব অভিযোগ থেকে মুক্তি পাবে। ৬০০ বাস আমদানির প্রক্রিয়া চলছে, শিগগির দরপত্র আহ্বান করা হবে। নতুন বাস আমদানি হলে বিআরটিসি আরো সমৃদ্ধ হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT