শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ঢাকায় ১১ দিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা
প্রকাশ: ০৫:০৪ pm ১৬-১১-২০১৭ হালনাগাদ: ০৫:৩০ pm ১৬-১১-২০১৭
 
 
 


ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতায় থাকা কয়েকটি উপকেন্দ্রে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন মেয়াদে ১১ দিন ঢাকার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

গতকাল বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তা বলা হয়।

১৬ নভেম্বর যে সকল এলাকার বিদ্যুত বন্ধ থাকবে সেগুলো হল- শাহাজাদপুর, মুক্তি পল্লী, বাশতলা, বরই তলা, বৌ বাজার, খিলবাড়ীর টেক, আমেরিকান এ্যাম্বেসি, বৃটিশ হাইকমিশন, জাপানীজ ও চায়না অ্যাম্বাসি, বসুন্ধরা ব্লক- সি, আদর্শ নগর, মধ্যবাড্ডা, পূর্ব বাড্ডা পানির পাম্প, সেকন্দরবাগ, বাজার রোড, মোল্লা টাওয়ার, রূপনগর, শাহাবুদ্দিন মোড়, পূর্ব বাড্ডা, স্বাধীনতা স্মরনী, উত্তর বাড্ডা হাজী পাড়া, পদরদিয়া, সুতি ভোলা, ইসলাম নগর, সাতারকুল এবং পার্শ্ববর্তী এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৮ নভেম্বর বন্ধ থাকবে সিভিল এভিয়েশন সুইচিং  এডিএ অফিসার্স মেস, পুরাতন বিমান বন্দর পানির পাম্প, স্বাধীনতা টাওয়ার, শাহীন স্কুল এন্ড কলেজ, এমইএস বেস বাসার উপকেন্দ্র, প্রধানমন্ত্রীর কার্যালয় এর বিকল্প সোর্স, দক্ষিণ খান গার্লস স্কুল, মোল্লাবাড়ী, মাজার চৌরাস্তা, পুরান পাড়া, মাজার তালতলা, ফায়েদাবাদ মেম্মার অফিস ঈদগাঁ মাঠ, দক্ষিণখান মাদ্রাসা রোড, মোল্লাবাড়ী পানির পাম্প, শ্যামল বাগ, আদর্শপাড়া, আটিপাড়া, চেয়ারম্যান বাড়ী, আনোয়ারবাগ, আমতলা, আইনুসবাগ, ব্যাংক পাড়া, গাওয়াইর আল আকসা বেকারী, রাজাবাড়ী, মাষ্টার পাড়া, কুড়িপাড়া, বালুরমাঠ, শাহী মসজিদ, ময়নারটেক, দক্ষিণখাণ পানির পাম্প, চাঁনপাড়া বাজার, মাউসাইদ, উজামপুর, তেরমুখ,শ্মশানঘাট, মধুবাগ, পন্ডিত পাড়া, ব্যাপারি পাড়া, কাচকুড়া বাজার, বাওথার, বেতুলি, ভারারদি, পলাশিয়া, ঘাটপাড় এবং পার্শ্ববর্তীর এলাকা বিদ্যুৎ সরবরাহ।

১৯ নভেম্বর মিরপুর-১ এলাকা, আনসারক্যাম্প, টোলারবাগ, শহীদ বুদ্ধিজীবি মাজার, ১০ নংকমিউনিটি সেন্টার, এভিনিউ-৩, ব্লক-ই, ওয়াসা পাম্প, বেড়িবাঁধ এলাকা, ন্যাশনালহার্ট ফাউন্ডেশন, বিশিল, তুরাগ সিটি, সেকশন ১/এ,১/ডি, মিরপুর সেকশন-২ এলাকা, রূপনগর শিল্প এলাকা, কলওয়ালাপাড়া, জনতা হাউজিং, পশ্চিম মনিপুর এবং পার্শ্ববর্তী এলাকা,  সেক্টর-০১  (রোড-১১), জসীম উদ্দিন মোড় হতে রাজলক্ষী পর্যন্ত ঢাকা ময়মনসিংহ রোডের পশ্চিমাংশ, সেক্টর-০৩ এর রোড- ২,১,৩,  সেক্টর-০৭ (১,৪,৫,৭,৮,৯,৯/এ,২৮), রবীন্দ্র সরণি এবং পার্শ্ববর্তী এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২১  নভেম্বর বন্ধ থাকবে জোয়ারসাহারা, ৩৩/১১ কেভি উপকেন্দ্র  কুড়িল, বিশ্বরোড, প্রগতি সরণী পশ্চিম অংশ, মোল্লাপাড়া, বড়বাড়ী, হোটেল রেডিসন; বারিধারা রোড নং: ০১-০৬, ০৯-১৪, পার্ক রোড, লেক রোড, দূতাবাস রোড, বারিধারা  ডিওএইচএস ইস্টার্ন রোড;  মানিকদী, বারনটেক, বালুঘাট, শেওড়া, যমজ রোড, অলিপাড়া, লিচু বাগান, শেওড়াবাজার এবং পার্শ্ববর্তী এলাকার বিদ্যুৎ সরবরাহ।

২২ নভেম্বর নিকেতন, ৩৩/১১ কেভি উপকেন্দ্র নিকেতন আবাসিক এলাকা রোড-০৪ হতে রোড-১৪ পযর্ন্ত (ব্লক-বি, ডি, ই ও এফ), গুলশান-০১ রোড-৭, ৮, ১২,১৪ এবং পার্শ্ববর্তী এলাকা, সেক্টর-১৩ (রোড ৪, ১১ হইতে ১৮পর্যন্ত), সেক্টর-১৪  (রোড ১৬ থেকে ২২ পর্যন্ত), গরিবে নেওয়াজ এভিনিউ এর উত্তর পাশ, শাহ মখদুম এভিনিউ, উত্তরা খালপাড় এলাকা, চন্ডাল ভোগ, দিয়া বাড়ি গোল চক্কর থেকে উত্তরা থার্ড ফেজ ১৮ নং সেক্টর পর্যন্ত, নয়ানগর এলাকা, রাজা বাড়ি, নলভোগ, ফুলবাড়িয়া এলাকা, রানাভোলা, তিতাস পাড়া, পাকুরিয়া যাত্রাবাড়ী ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২৫ নভেম্বর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট ষ্টেডিয়াম, রোড-১,৩,৮,৯, এভি-৪, রোড-১৮, সেকসন-১১-এ, প্যারিস রোড, রোড: ২৮,২৭,৩১,২৬,৩২,৩,২৯,১৭,১৫, ব্লক-ডি, সেকসন-১০, এভি-৫, ব্লক-সি, বিহারী ক্যাম্প, ওয়াপদা ক্যাম্প, ওয়াসা রোড, রোড-৩,৫,৬,৯,৮,৭,১০, ঝুটপট্টি, বাউনিয়াবাধ এলাকা, রাড্ডা হাসপাতাল, পূর্ব মনিপুর, বিআরটিএ অফিস, আমতলা বাজার, পূর্ব বাইশটেকী, পলাশনগর, লালমাটিয়া এবং পার্শ্ববর্তী এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।

২৬ নভেম্বর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে ইজতেমা মাঠ, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, বেড়ী বাধের দক্ষিন পাশের এলাকা হতে শুরু করে ধৌড়ের মোড় পর্যন্ত, মেসার্স জরিনা কম্পোজিট ও অলিম্পিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিঃ, মেসার্স নিশাত জুট মিলস্, ইজতেমা মাঠ, কামারপাড়া, মুন্নু নগর,১০ নং সেক্টরের ১০,২৫ ও ২৩ নং রোড , রানা ভোলা, আশুলিয়া রোড, বিআইডব্লিউটিসি ল্যান্ডিং স্টেশন ও ধউর সরকার বাড়ী রোড এবং পার্শ্ববর্তী এলাকা।

২৭ নভেম্বর কল্যাণপুর মেইন রোড, রোড-১,২,৪, মিজান টাওয়ার, একমি, ইবনে সিনা, শ্যামলী রোড-৪, গাবতলী, মাজার রোড, টোলারবাগ, ডেল্টা হাসপাতাল, আহমেদ নগর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যানপুর এলাকা, স্বাধীনতা সরণি, শহীদ মিনার রোড, নাভানা-গার্ডেন, বাংলাদেশ বেতার ও বেতার কলোনী, গণমাধ্যম ইন্সষ্টিটিউট এবং পার্শ্ববর্তী এলাকা, সাতাইশ, ব্যাংক পাড়া, খরতৈল, চেরাগআলী, সিরামিক মার্কেট, দত্তপাড়া, পূর্ব কাজী পাড়া, বাইগারটেক, চানকিরটেক, চেয়ারম্যান বাড়ী, বনমালা, দেওড়া, বড় দেওড়া, খলিল মার্কেট, মুদাফা, মীর বাড়ী, ভাদাম, আউচপাড়া, মধ্য আউচপাড়া, সফিউদ্দীন একাডেমী, মোক্তার বাড়ী, মিত্তিবাড়ী, দেওড়া, বড় দেওড়া, খলিল মার্কেট, মুদাফা, ভোলারটেক এবং পার্শ্ববর্তী এলাকায়বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২৮ নভেম্বর নিকুঞ্জ-০২ আবাসকি এলাকা (রোড- ১-৫, ৯-১১, ১৬, ১৯, রাজউক ট্রডে সন্টোর, বআিরইবি ভবন, ফারুক সরণি), খলিক্ষতে বাজার, বট্তলা, মধ্যপাড়া, র্কুমটিোলা হাইস্কুল এলাকা, বালুরমাঠ,খিলক্ষেত বেপারী পাড়া, খাঁ পাড়া, পোস্ট অফিস রোড এবং পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংংযোগ বিচ্ছিন্ন থাকবে।

২৯ নভেম্বর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেক্টর-০৪ (রোড ১৩, ১৬ হইতে ২১ পর্যন্ত), সেক্টর-০৬ (রোড ৭ হইতে ১৬), ঈসা খাঁন এভনিউি, শাহজালালএভনিউি, আজমপুর হতে আব্দুল্লাহপুর ঢাকা ময়মনসিংহ রোডরে র্পূবাংশ, সক্টের-০৮, রাজলক্ষী হতে আবদুল্লাহপুর পর্যন্ত ঢাকা ময়মনসিংহ রোডের পশ্চিমাংশ, সেক্টর-৯, আবদুল্লাহপুর, কসাইবাড়ী, উদয়ন স্কুল রোড, মোল্লারটেক, নবীন সংঘ রোড, প্রেমবাগান মোড় এবং পার্শ্ববর্তী এলাকা।

৩০ নভেম্বর নানী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে রোড ০৬ (ব্লক-বি,সি), ১৩ (ব্লক-ডি); গুলশান রোড-৭১, রোড-৭৫-৮২; বনানী বাসস্ট্যান্ড,  বনানী বাজার, বনানী রোড- ০৪,০৫,১১,১৪ ব্লক-এ এবং বি এবং পার্শ্ববর্তী এলাকা, নতুনবাজার, ফাসের টেক, ভাটারা মোড়, ওয়াজউদ্দীন রোড, নুরেরচালা, জে-ব্লক, সমতাসড়ক, ইসলামিয়া স্কুল রোড, শাহজাদপুর কবর স্থান, বরইতলা, বৌবাজার, খিলবাড়ীর টেক, বাশতলা, সুবাস্তনজরভ্যালী, থাই-এ্যাম্বাসী, কোরিয়া-এ্যাম্বাসী, ইউ.এন. রোড, বারিধারা-২নং পানিরপাম্প, মরিয়ম টাওয়ার-১, বারিধারা রোডনং -২, পার্ক রোড, সোহরাওয়ার্দি এ্যাভনিউ, দূতাবাস রোড, লেক রোড এবং বারিধারা রোড নং-১,৩,৪,৫; নদ্দা সরকার বাড়ী রোড, নদ্দা বাজার, কালাচাদপুর, পাকামসজিদ, উত্তর বাড্ডা, প্রগতি স্মরনীর পূর্বপাশ, আদর্শ নগর রোড, বড়টেকপাড়া, মিশ্রি টোলা, পুরাতন থানা রোড, হাসানউদ্দীন রোড এবং পার্শ্ববর্তী এলাকা, জার্মান অ্যাম্বাসি, ফ্রান্স অ্যাম্বাসি এলাকায়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT