কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা ও চট্টগ্রামগামী নাইটকোচ থেকে ৭২ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রোববার রাতে কক্সবাজারের লিংক রোড এলাকায় বেশ কয়েকটি নৈশকোচে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।র্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন জানান, আটককৃত রোহিঙ্গারা কৌশলে ঢাকা ও চট্টগ্রামে যাচ্ছিল। কক্সবাজারের লিংক রোড এলাকায় নৈশকোচে তল্লাশি করে ৭২ রোহিঙ্গাকে আটক করা হয়।তিনি আরো জানান, আটক রোহিঙ্গাদের কুতুপালংয়ে নির্ধারিত শরণার্থী শিবিরে পৌঁছে দেয়া হবে। গেলো ২৫ আগস্ট দেশটির পুলিশের ওপর রোহিঙ্গাদের চালানো হামলার প্রতিক্রিয়ায় রাখাইনে সেনা অভিযান শুরু করে। এতে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। বহু রোহিঙ্গা নিহত হচ্ছেন এবং সীমান্তের দুপাশেই তৈরি হয়েছে এক মানবিক পরিস্থিতি। এ অভিযানে রোহিঙ্গাদের ঘর-বাড়ি অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়া হয়।