রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। এর মধ্য দিয়ে শুরু হলো অরুণ জেটলির ঢাকা সফরের দ্বিতীয় দিনের কার্যসূচি।
বুধবার সকাল ৮টার দিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান ভারতের অর্থমন্ত্রী। এ সময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কান্তি।
পরে মন্দিরে কিছু সময় অবস্থান করে আরতি পাঠ ও প্রার্থনায় অংশ নেন ভারতের অর্থমন্ত্রী। কুশল বিনিময় করেন সকলের সঙ্গে। এ সময় অরুণ জেটলির সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
তিন দিনের সফরে গতকাল দুপুরে ঢাকায় আসেন ভারতের অর্থমন্ত্রী। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করবেন তিনি।