আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের বেশ কয়েকটি তল্লাশি চৌকিতে তালেবানের সিরিজ হামলায় কমপক্ষে ২২ জন পুলিশ নিহত হয়েছে। আফগান পুলিশ মঙ্গলবার (১৪ নভেম্বর) জানিয়েছে, ছয় ঘন্টা ধরে চলা এ সিরিজ হামলায় ১৫ জন আহত হয়েছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, রাতব্যাপী হামলার জবাবে সরকারি বাহিনী ৪৫ জন জঙ্গিকে হত্যা করেছে এবং এতে ৩৫ জন আহত হয়েছে। জঙ্গিরা কোনো তল্লাশি চৌকি দখল করতে পারেনি। কান্দাহার পুলিশ প্রধানের মুখপাত্র জিয়া দুররানি বলেছেন, "আমাদের বাহিনী হামলার জবাব দিয়েছে এবং তালেবানরা পরাজিত হয়েছে।" অপরদিকে তালেবান সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে সাংবাদিকদের জানিয়েছে, তারা ৪৩ জন পুলিশ ও মিলিশিয়া বাহিনীর সদস্যদের হত্যা করেছে এবং তারা ১৩ টি স্বশস্ত্র বাহন ধ্বংস করেছে। সূত্র: রয়টার্স