চীনে আবারও তাদের দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে পানামা। তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর তারা এ দূতাবাস চালুর ঘোষণা দিল। এর আগে গত জুনে পানামা তাইওয়ানের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। খবর এএফপির। গতকাল (মঙ্গলবার) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়। উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের কাঠামোর নীতিমালা অনুযায়ী চীনে পানামার দূতাবাস খোলা হয়েছে। এদিকে, পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা গত ১২ জুন চীনের সাথে তার দেশের কূটনৈতিক সম্পর্ক চালু করার ঘোষণা দেন। এতে স্বয়ংক্রিয়ভাবে তাইওয়ানের সাথে পানামার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়।