শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
চীনে টানেলের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩৬ জন নিহত
প্রকাশ: ১০:২৭ am ১১-০৮-২০১৭ হালনাগাদ: ১০:৩০ am ১১-০৮-২০১৭
 
 
 


চীনের সাংহাই প্রদেশে এক্সপ্রেস সড়কের টানেলের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন। বৃহস্পতিবার (১০ আগস্ট) স্থানীয় সময় মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।  বাসটি শহরের উত্তর-পূর্বের চেনগুদু থেকে হেনাল প্রদেশের দক্ষিণ-পশ্চিমের লোয়াংয়ে যাচ্ছিল। পথে চার লেনের সুড়ঙ্গ সড়কের দেয়ালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত হানলে সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসটিতে মোট ৫১ জন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুই শিশুসহ ৩৬ জন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে দমকল কর্মীরা। আহতদের ইতোমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।   এ ব্যাপারে, দেশটির জননিরাপত্তা মন্ত্রী গুয়া শেংকুন দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, চীনে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০১৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে বলা হয়, চীনে প্রত্যেক বছর সড়ক দুর্ঘটনায় আড়াই লাখের বেশি মানুষ মারা যায়।

সূত্র: বিবিসি ও রয়টার্স

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT