রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
তাসকিন আহমেদ এবার জুটি বেঁধেছেন  জান্নাতুল পিয়া সঙ্গে
প্রকাশ: ০৪:৪১ pm ১৭-০৯-২০১৭ হালনাগাদ: ০৪:৪৪ pm ১৭-০৯-২০১৭
 
 
 


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ এবার জুটি বেঁধেছেন জান্নাতুল পিয়া সঙ্গে। একটি বিজ্ঞাপনচিত্রের জন্য একসঙ্গে দেখা যাবে তাসকিন-পিয়াকে। এফডিসিতে একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে শুক্রবার সকাল থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন তাসকিন।  এ ছাড়াও আগামী এক বছর প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের প্রচারণা, ফটোশুট আর ব্র্যান্ডিংয়ে অংশ নেবেন তারা দু'জন।   সম্প্রতি অ্যাপেক্স ফুটওয়্যারের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তাসকিন ও পিয়া। চলতি বছরের আগস্টে তাদের সঙ্গে আনুষ্ঠনিকভাবে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এক বছরের জন্য অ্যাপেক্সের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তারা। তাই শুভেচ্ছাদূত হিসেবে এই মুহূর্তে অ্যাপেক্সের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তাসকিন ও পিয়া। অ্যাপেক্সের বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা আদনান আল রাজীব। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে পোলার আইসক্রিমের একটি বিজ্ঞাপনে অংশ নেন জান্নাতুল পিয়া। এরপর একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য দেশসেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গেও কাজ করেছেন তিনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT