দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়েছে। চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
অধিবেশন শুরু হওয়ার আগে রোববার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ‘কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।
প্রতিদিন বিকেল ৪টায় ত্রয়োদশ অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন স্পিকার।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।