জয়া আহসান অভিনয়ের আলোতে আলোকিত করেছেন দুই বাংলার দর্শকদের প্রাণ। বর্তমান অনেক অভিনেত্রীই তাকে মনে করেন আইডল। এবার ক্যারিয়ারে তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন এই অভিনেত্রী। জিরো ডিগ্রী চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে চলচ্চিত্রের সর্বোচ্চ এই পুরস্কার পেয়েছেন জয়া। এ সম্পর্কে জয়া আহসান বলেন, প্রথমবার যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম তখন যেমন অনুভূতি ছিল। এখনও একই রকম অনুভূতি কাজ করছে। আমার সবচেয়ে ভালো লাগছে আমি তিনবারই বঙ্গবন্ধুর কন্যার হাত থেকে পুরস্কার নিতে পেরেছি। আমি ভীষণ আনন্দিত।’ তিনি আরও বলেন, আমি শিল্পী, সারা জীবন ভালো কাজ করে যেতে চাই। দর্শকদের ভালোবাসার জন্যই আমি এই অবস্থানে আসতে পেরেছি। তাই দর্শকদের আশা পূরণে কাজ করে যাব। বর্তমানে জয়া আহসান ব্যস্ত সময় পার করছেন। শিগগিরই কলকাতার উদ্দেশে উড়াল দেবেন তিনি। কারণ সেখানে জয়া অভিনীত আমি জয় চ্যাটার্জি ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবির প্রচারণার কাজেই বর্তমানে ব্যস্ত এই অভিনেত্রী। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। এটি পরিচালনা করেছেন মনোজ মিশিগান। এছাড়া সম্প্রতি কলকাতায় বৃষ্টি তোমাকে নামে একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। আরও কয়েকটি ছবিতে কাজের কথা চলছে বলেও জানান এই অভিনেত্রী। বর্তমানে জয়ার পরিচালনায় সরকারি অনুদানের ছবি দেবীর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। মাহমুদ দিদারের পরিচালনায় বিউটি সার্কাস ছবির কিছু অংশের শুটিং করার পাশাপাশি সামুরাই মারুফের আজকের দিন ভালো কাটলে সারাজীবন ভালো কাটবে নামে নতুন একটি ছবির কাজও শুরু করবেন তিনি।