তারকা দম্পতি তাহসান ও মিথিলার ডিভোর্সের গুঞ্জন চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে গেলো বৃহস্পতিবার তারা যৌথভাবে ফেসবুকে বার্তায় বলেন, বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।
এদিকে মিথিলা বলছিলেন, তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। প্রায় ২ বছর তারা একসঙ্গে থাকছেন না। গেলো মে মাসে বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ করেছেন।
তবে শুক্রবার রাতে তাহসান-মিথিলার যৌথভাবে ফেসবুকে দেয়া স্ট্যাটাসটি মুছে দেয়া হয়েছে। এ ব্যাপারে তারা কেউই কোনো মন্তব্য করেননি।
গেলো বৃহস্পতিবার তাহসানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাহসান ও মিথিলার নাম দিয়ে একটি পোস্ট করা হয়। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের বিষয়টি স্বীকার করে নেন।
গণমাধ্যমে পাঠানো এসএমএস বার্তায় তাহসান ও মিথিলা বলেন, বেশ কয়েক মাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।
তারা দু'জনই দর্শক ও ভক্তদের কাছে আইকন। তাইতো ভক্তদের উদ্দেশে তারা বলেন, আমরা বুঝতে পারছি যে, এটা আপনাদের খুব খারাপ লাগবে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। আমরা আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।
তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। তবে ওই আড্ডায় সবাই তাহসানকে বাহবা দিলেও মিথিলা নাকি তাকে খুব একটা পাত্তা দিচ্ছিলেন না। মিথিলার ওই বিষয়টি ভালো লাগে সঙ্গীত শিল্পী তাহসানের। এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। ২০০৬ সালের ৩ আগস্ট এক সুতোয় বাঁধা পড়ে তাহসান-মিথিলার জীবন। মিডিয়াতে তারা সুখী তারকা দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন। একসঙ্গে দু'জন গান গাওয়ার পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। তাহসান-মিথিলার একমাত্র কন্যা সন্তানের নাম আইরা তাহরিম খান। সবমিলে সুখেই ছিলেন তারা। তবে কেন এই বিচ্ছেদ?