রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
দাঁড়িপাল্লা কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ নয়
প্রকাশ: ০১:০০ pm ১৩-১২-২০১৬ হালনাগাদ: ০৯:৪৫ am ১৪-১২-২০১৬
 
 
 


ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে যেন বরাদ্দ না দেওয়া হয় সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট।

সোমবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ফুল কোর্ট বেঞ্চের (সব বিচারপতির অংশগ্রহণে) সভায় এ সিদ্ধান্ত হয়। বুধবার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হবে বলে জানিয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ।

তিনি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জানান, ফুল কোর্ট বেঞ্চের সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি অংশ নেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সভায় সভাপতিত্ব করেন। আগামী দিন নির্বাচন কমিশনকে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, সুপ্রিম কোর্টের মূল বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় দু’টি চেইনের স্থলে তিনটি চেইন লাগানো হবে। অ্যানেক্স বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় তিনটি চেইনই থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করতো জামায়াত। ইতোমধ্যে হাইকোর্ট তাদের নিবন্ধন অবৈধ ঘোষণা করায় দলটি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT