ভয়াবহ দাবানলে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবার (০৮ জুলাই) এ জরুরি অবস্থা ঘোষণা করে স্থানীয় প্রশাসন। দেশটিতে গত ১৪ বছরে প্রথমবারের মতো কোনো প্রদেশে জরুরি অবস্থা জারি করা হলো। প্রদেশটিতে অন্তত একশো ৮০টি আলাদা দাবানল রেকর্ড করা হয়েছে। আগুন থেকে বাঁচতে সেখানকার ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দাবানলের কারণে হুমকির মুখে রয়েছে ব্রিটিশ কলাম্বিয়ার মধ্যাঞ্চলের বেশ কয়েকটি কমিউনিটি। প্রচণ্ড বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে সৃষ্ট দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত কেউ হতাহত না হলেও সবাইকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।