দীর্ঘ কারাবাসের পর ‘ভূমি’ ছবির মাধ্যমে আবার বলিউডে ফিরছেন সঞ্জয় দত্ত। এই ছবিটি প্রধান চরিত্রে আছেন হার্টথ্রব এই অভিনেতা। শুধু তাই নয়, ছবিটির একটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি।
বাবা ও মেয়ের কাহিনী নিয়ে নির্মিত ‘ভূমি’ ছবিতে ‘জয় মাতা দি’ শিরোনামের গানটি গাইছেন সঞ্জয়। এ গানে তাঁর সহশিল্পী অজয় গোভাল।
গানটির সুর করছেন শচীন-জিগার। এটি লিখেছেন ভায়ু শ্রীবাস্তব ও উৎকর্ষ নায়থানি।
আট বছর আগে সুজয় ঘোষের আলাদিন (২০০৯) ছবিতে গেয়েছিলেন সঞ্জয় দত্ত। এর আগে কাটে ছবিতে ‘রামা রে’; ‘মুন্না ভাই এমবিএস’ ছবির টাইটেল গান ও ‘হাসিনা মান জায়েগি’ ছবির ‘আই লাভ ইউ বোল ডাল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন সঞ্জয়।
ওমুং কুমার পরিচালিত ‘ভূমি’ ছবিটি ২২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটিতে অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন অদিতি রাও হায়দরি ও শেখর সুমন।