শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
দুদকের হটলাইনে প্রতিদিনই বাড়ছে অভিযোগের সংখ্যা
প্রকাশ: ১১:২২ am ২৮-০৮-২০১৭ হালনাগাদ: ১১:২৪ am ২৮-০৮-২০১৭
 
 
 


দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে প্রতিদিনই বাড়ছে অভিযোগের সংখ্যা। গত ২৭ জুলাই আনুষ্ঠানিকভাবে এটি চালুর হওয়ার পর গতকাল পর্যন্ত এক মাসে ১ লাখ ৫৭ হাজার ১১৪টি ফোনকল এসেছে। গড় হিসেবে প্রতি কার্যদিবসে ফোনকলের সংখ্যা ৭ হাজার ৮৫৫টি। তবে এর মধ্য থেকে আমলযোগ্য ৪০০ অভিযোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে ১০টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। শিগগিরই তা অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। দুদক সূত্র সকালের খবরকে বিষয়টি নিশ্চিত করেছে। এ ব্যাপারে দুদকের ভারপ্রাপ্ত সচিব ড. শামসুল আরেফিন গতকাল সকালের খবরকে বলেন, দুদকের প্রতি মানুষের আস্থা আছে বলেই প্রতিদিন হাজার হাজার কল আসছে। এ সব কলের মধ্য থেকে যেগুলো আমলে নিয়ে অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। অন্যদিকে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য সকালের খবরকে বলেন, দুদক অভিযোগ সেন্টারে আসা অভিযোগ থেকে ইতোমধ্যে ৪০০টি গ্রহণ করে যাচাই-বাছাই শেষে ৫টি অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আরও ৫টি অনুসন্ধানের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।  দুদক সূত্র জানায়, ঝযখনই দুর্নীতির ঘটনা, তখনই অভিযোগ-এমন স্লোগান নিয়ে গত ২৭ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হয় দুদক কল সেন্টার বা হটলাইন ‘১০৬’। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে কল সেন্টারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। হটলাইন চালুর পর থেকে গতকাল বিকেল পর্যন্ত ২০ কর্মদিবসে ফোনকলের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১১৪। প্রতিদিন গড়ে ৮ হাজারের মতো ফোন এসেছে। তবে হটলাইনে ব্যক্তিগত বিষয়ে অভিযোগ জানাতে কল বেশি এসেছে। এর মধ্যে দুদকের আওতাবহির্ভূত অভিযোগের সংখ্যাই বেশি। এসব ক্ষেত্রে অভিযোগকারীর বক্তব্য শুনে তাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়। কলগুলোর মধ্যে যেগুলো দুদকের তফসিলভুক্ত অপরাধ, শুধু সেগুলোই আমলে নেওয়া হচ্ছে। দুদক সূত্র জানায়, যেকোনো অভিযোগকারী ‘১০৬’ নম্বরে সব অপারেটর থেকে সার্ভিস চার্জ ছাড়াই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুর্নীতি সংক্রান্ত অপরাধের অভিযোগ সরাসরি জানাতে পারছেন দুদকে। এ ছাড়া এই নম্বরে ফোন করে অভিযোগকারী দুর্নীতির অভিযোগ সংক্রান্ত আইনি পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় স্থাপন করা হয়েছে কল সেন্টার। হটলাইন ১০৬ পরিচালনার জন্য কমিশনের ৫০ জন কর্মকর্তাকে প্রযুক্তি ও আচরণগত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুদক সূত্র জানায়, হটলাইনে তথ্য পেলেই সেটিকে অভিযোগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় না। প্রথমে একে অভিযোগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পরে অভিযোগ কেন্দ্র থেকে তালিকাভুক্ত হওয়ার পর সেগুলো দুদকের সেলে পাঠানো হয়। সেখানে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয় অভিযোগটি অনুসন্ধানযোগ্য কি না। এ জন্য একজন পরিচালকের নেতৃত্বে দুদকের পৃথক তিনটি দল সর্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এসব দলের সঙ্গে সহায়ক হিসেবে পুলিশ সদস্যরা যুক্ত আছেন। যেসব অভিযোগ করা যাবে : দুদকের কল সেন্টারে যেসব অভিযোগ জানানো যাবে সে বিষয়ে দুদক থেকে একটি আইনি নির্দেশিকা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এর মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তাদের ঘুষ গ্রহণ, আয়বহির্ভূত সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করা, নিয়োগ ও বদলিতে দুর্নীতি, সরকারি কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি, টেন্ডারে দুর্নীতি, জাল-জালিয়াতি, অর্থ পাচার, অবৈধ লেনদেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীর ইচ্ছাকৃত ভুলের জন্য কারও ক্ষতি হওয়া, চাকরির বাইরে সরকারি কর্মকর্তাদের ব্যবসা করা, আইন অমান্য বা তাদের মাধ্যমে ইচ্ছাকৃত ভুল নথি উপস্থাপনের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি করা, হুন্ডি ব্যবসাসহ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় অভিযোগ দুদকের হটলাইনে জানানো যাবে। যারা অভিযোগ জানাবেন দুদক তাদের পরিচয় গোপন রেখে অভিযোগটি গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT