আসন্ন দুর্গা পূজায় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুর্গোৎসব-২০১৭ উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। কমিশনার বলেন, আপনাদের দায়িত্ব উৎসব উদযাপন করা, ধর্মীয় আচার-আচরণ পালন করা। নিরাপত্তা নিয়ে চিন্তা করার দায়িত্ব আপনাদের না, নিরাপত্তার দায়িত্ব সরকারের। পূজায় নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় ঘোষণা, ধর্ম যার যার উৎসব সবার। পুলিশের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, দুর্গোৎসব কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নয়। এটা সার্বজনীন, প্রত্যেক নাগরিকের উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দুর্গাপূজাকে দেশব্যাপী উৎসবমুখর, নিরাপদ ও নিষ্কণ্টক করার স্বার্থে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যেখানে প্রতিমা তৈরি করা হচ্ছে সেসব স্থানেও আমরা নিরাপত্তা বিধান করেছি। মহালয়া থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রতিটি স্তরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।