ক্ষমতার লোভে দেশের সম্পদ অন্যের হাতে তুলে দেইনি।এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ জুলাই) ঢাকায় এএসএসএফ- এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নিজের ভাগ্য গড়তে নয়, আমরা এসেছি জনগণের সেবা করতে। আমার একটাই লক্ষ্য দেশের উন্নয়ন করে যাওয়া। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের মালিক জনগণ, তারা ভোট দেবে তাদের ইচ্ছামতো। যাকে তারা চায় তাকেই তারা পাবে। প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিয়ে দুর্নীতি প্রসঙ্গে বলেন, আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, মন্ত্রিপরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আমি চ্যালেঞ্জ করেছিলাম, এখানে জনগনের সেবা করার জন্য এসেছি। দুর্নীতি করে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আসিনি। এটা একাট ষড়যন্ত্র ছিল। তারা তা প্রমাণ করতে পারেনি। কানাডার আদালত রায় দিয়েছে, এটা সম্পূর্ণ বানোয়াটা, মিথ্যা একটা অভিযোগ ছিল। আমি বাংলাদেশের মানুষের মাথা নিচু করিনি।