রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
দেশে ফিরে আবার কাজে ব্যস্ত হলেন সাবিলা নূর
প্রকাশ: ০৯:৩৯ am ০৮-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:৪৩ am ০৮-০৮-২০১৭
 
 
 


মডেল-অভিনেত্রী সাবিলা নূর। গত চার মাস ধরে ক্যামেরার সামনে নেই এই মডেল-অভিনেত্রী। ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন তিনি। সম্প্রতি দেশে ফিরেছেন। গতকাল তিনি রাজধানীর উত্তরায় শুটিং শেষ করেছেন হিমেল আশরাফের পরিচালনায় বাড়িওয়ালা নাটকের। এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন। এই নাটকটি ছাড়াও আসছে ঈদের জন্য ইমরাউল রাফাত, হিমেল আশরাফ, সাগর জাহান, শিহাব শাহিনসহ অনেক পরিচালকের নাটকেই তাকে দেখা যাবে। 

সাবিলা বলেন, ‘দীর্ঘ চার মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভালোই লাগছে। পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা, হাসি-আনন্দে সময় কেটেছে। বাড়িওয়ালা নাটকে আমার সহকর্মী মিশু সাব্বির। আমাদের রসায়নটাও বেশ ভালো। আশা করছি দর্শকদের ভালো লাগবে নাটকটি।’

সাবিলা নূর আরও বলেন, ‘গত ঈদের অনেক আগেই দেশ ছেড়েছিলাম। এ কারণে ওই ঈদের কাজ বেশি করতে পারিনি। মাত্র দুটি নাটকের কাজ করেছিলাম। মনটা তাই খারাপ ছিল। এবার বেশ জোরেশোরে কাজ শুরু করেছি। আশা করছি ঈদের অনেক নাটকেই আমাকে দেখা যাবে। নাটকের পাশাপাশি একটি বিজ্ঞাপনেও কাজ করতে যাচ্ছি।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT