রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
ভারি বৃষ্টি হলে ঈদের জামাত বায়তুল মোকাররমে হবে
প্রকাশ: ০৩:৩৬ pm ৩১-০৮-২০১৭ হালনাগাদ: ০৩:৩৮ pm ৩১-০৮-২০১৭
 
 
 


ভারি বৃষ্টি হলে ঈদের জামাত জাতীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে । সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে । তাবে ঈদুল আজহার দিন ঢাকায় যদি ১২৫ মিলিমিটার বৃষ্টিও হয়, তাহলেও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সাংবাদিকদের এ কথা বলেন। ২ সেপ্টেম্বর মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করা হবে । তিনি এসময় বলেন, এবার জাতীয় ঈদগাহে পাঁচ হাজার মহিলাসহ ৯০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করতে পারবেন। মহিলাদের জামাতের জন্য এবারও পৃথক ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মুসল্লিদের ওজু ও টয়লেটের জন্যও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্যরা, সংসদ সদস্য, বিচারপতি ও কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে নামাজ আদায় করবেন। এ ছাড়া ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা মহানগর পুলিশ ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কাঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । জাতীয় ঈদগাহে ঈদের জামাতে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে আনা যাবে না।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT