ক্ষেপণাস্ত্র বহনকারী একটি মার্কিন সাবমেরিন মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। কোরীয় উপদ্বীপে যুদ্ধাবস্থা এবং উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা হুমকির উত্তেজনার মধ্যেই সাবমেরিনটি দক্ষিণ কোরিয়াতে পৌঁছাল। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত 'ইউএসএস মিশিগান' মার্কিন যুদ্ধবিমান বহনকারী রণতরী কার্ল ভিনসনের সাথে যোগদান করার কথা রয়েছে। উত্তর কোরীয় সেনাবাহিনীর ৮৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার। এ ধরনের প্রতিষ্ঠাবার্ষিকী পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে পালন করে থাকে। আশংকা করা হচ্ছে এবারও তারা এ ধরনের পরীক্ষা চালাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে কোরীয় উপদ্বীপে যুদ্ধাবস্থা দেখা দিয়েছে। এরই মধ্যে বুধবার (২৬ এপ্রিল) হোয়াইট হাউজে উত্তর কোরিয়া সংক্রান্ত একটি ব্রিফিংয়ে যোগদানের জন্য পুরো মার্কিন সিনেটকে আহবান জানানো হয়েছে। দক্ষিণ কোরীয় সংবাদপত্র চুসান ইলবোর এক প্রতিবেদনে বলা হয়েছে, 'ইউএসএস মিশিগান' এ ১৫৪ টি টমাহক ক্রজ মিসাইল, ৬০ টি বিশেষ সেনা দল এবং মিনি সাবমেরিন রয়েছে। এই সাবমেরিনটি কার্ল ভিনসনের সাথে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে। সূত্র: বিবিসি