'বিগ বস' প্রতিযোগিতা থেকে বিতাড়িত ও নিজেকে ধর্মগুরু দাবি করা স্বামী ওমকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা দিল্লির ভজনপুরা এলাকা থেকে গ্রেফতার করে তাকে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গ্রেফতারের প্রকৃত কারণ এখনও জানায়নি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে ভাই প্রমোদ ঝার সাইকেল ও গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নয় বছর আগের সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে স্বামী ওমকে।
কখনও বিতর্কিত মন্তব্য, কখনও বিতর্কিত কাজ। মোট কথা বিতর্ক দিয়েই বেশির ভাগ সময় খবরের শিরোনামে থাকতে ভালবাসেন স্বামী ওম।
‘বিগ বস’-এ প্রতিযোগী হিসাবে যোগদান করার পর বিতর্ক আরও বাড়ে।
অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানকে ‘আইএসআই এজেন্ট’ বলেও দাবি করেন স্বামী ওম। তাছাড়া সালমান খান নাকি বিয়ে করেছেন এবং তার সন্তানও রয়েছে বলে দাবি করেছিলেন তিনি।