শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
নিখোঁজদের খুঁজে বের করার জন্য সময় চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ০৩:৩৭ pm ১২-১১-২০১৭ হালনাগাদ: ০৩:৩৯ pm ১২-১১-২০১৭
 
 
 


গত কয়েকদিনে সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষকসহ বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কোনো কুলকিনারা করতে পারছেন না। এ নিয়ে সরকারের সমালোচনা হচ্ছে।

এই নিখোঁজদের খুঁজে বের করার জন্য সময় চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, “অপহৃতদের খুঁজে না পাওয়া ব্যর্থতা নয়। একটু সময় দিতে হবে। তাদেরকে ফিরে পাওয়া যাবে। তাদের উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।”

নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষক মোবাশ্বার হাসান সিজারের সন্ধান দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচি পালনের দিন রোববার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে নৌ-পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষক সিজার গত পাঁচ দিন ধরে নিখোঁজ। এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন সাংবাদিক উৎপল দাশ। এছাড়া ব্যববসায়ী অনিরুদ্ধ রায় চৌধুরীসহ আরও কয়েকজন সম্প্রতি নিখোঁজ হন।

গত নয় বছর ধরে সরকারি বাহিনীগুলো বহু নেতা-কর্মীকে গুম করেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি; যার মধ্যে দলের কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমও রয়েছেন। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোও বাংলাদেশে গুমের ঘটনা নিয়ে উচ্চকিত। তবে বিএনপিসহ মানবাধিকার সংগঠনের অভিযোগ অস্বীকার করে আসছে সরকার। তার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছিলেন, “অনেকে ইচ্ছা করে মিসিং হয়ে যাচ্ছে বা আত্মগোপনে গিয়ে আমাদের বিব্রত করছে।”

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT