শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
নির্বাচনের আগে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই : ওবায়দুল কাদের
প্রকাশ: ০৪:১৬ pm ২৫-১০-২০১৭ হালনাগাদ: ০৪:১৭ pm ২৫-১০-২০১৭
 
 
 


নির্বাচনের আগে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই । এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে তার সঙ্গে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাক্ষাৎ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন ।  তিনি বলেন, ভোট আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের । সে সময় নেতৃত্ব নয়, সহায়ক হিসেবে ভূমিকা থাকবে শেখ হাসিনা সরকার ।  তিনি বলেন, সাক্ষাতে বিভিন্ন প্রসঙ্গে নিয়ে কথা, কথা হয় রোহিঙ্গা সংকট নিয়েও । ভারত রোহিঙ্গা বিষয়ে তাদের সুর আগের চেয়ে অনেক জোরদার করেছে । আমরা মনে করি, আগে তারা সহযোগিতার কথায় ছিলেন । এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী (সুষমা স্বরাজ) ঢাকা সফরে এসে প্রকাশ্যে বলে গেছেন, রোহিঙ্গা নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নিতেই হবে । ভারতও মিয়ানমারের ওপর চাপ দেওয়া শুরু করেছে বলে আমাদের মনে হয় ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT