নেত্রকোনার কেন্দুয়ায় আহত আওয়ামী লীগ নেতা দুলাল মিয়ার মৃত্যুতে প্রতিপক্ষের ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করেছে তার সমর্থকরা।
এর আগে ২৮ ডিসেম্বর কেন্দুয়ার সাহিতপুর বাজারে অটো রিকশাস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলার ঘটনায় দুলাল আহত হয়েছিলেন। দুলাল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন স্থানীয় আবু তাহের ও তার লোকজন সাহিতপুর বাজারে অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে অটোরিকশা শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে আওয়ামী লীগ নেতা দুলাল মিয়াসহ কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হয়। আহত দুলাল মিয়া আজ ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর এলাকায় জানাজানি হবার পর তার সমর্থকরা প্রতিপক্ষের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ৩০ থেকে ৪০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।