দেশের অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ঢাকায় নির্মিত হচ্ছে সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ সিরিজের গল্প থেকে নাটক। দেশের টেলিভিশনের জন্য নির্মিত ফেলুদা চরিত্রে দেখা যাবে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়কে। গেল কয়েকদিন ধরে নাটকটির টানা শুটিং চলছে বাংলাদেশে। আর এর মধ্যেই খবর এলো আজ ২ আগস্ট তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন ডিরেক্ট গিল্ডের সভাপতি গাজী রাকায়েত।
এ বিষয়ে তিনি গণমাধ্যমে বলেন,‘ভারতীয় অভিনেতা পরমব্রত সরকারি অনুমোদন এবং দেশের বিভিন্ন সংগঠনের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই বাংলাদেশের টিভি নাটকে নিয়মিত কাজ করে চলেছেন। যা মেনে নেওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘এটা শুধু পরমব্রতর বিরুদ্ধে না। আমরা পুরো সিস্টেমের বিরুদ্ধে এই জিডি করেছি। আমরা লক্ষ্য করছি গেল কয়েক বছর ধরে প্রতিনিয়ত বিদেশের শিল্পীরা পর্যটন ভিসায় দেশে আসছেন এবং সবার সামনে দিয়ে শুটিং করে চলেছেন। এ নিয়ে কারও কোনও মাথা ব্যথা নেই। অথচ আমরা কিন্তু বিদেশে গিয়ে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারি না। আমাদের দুঃখ এবং আপত্তির জায়গাটা এখানেই। মূলত এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আজকের জিডি।’
অন্যদিকে, অনিমেষ আইচের পরিচালনায় পরমব্রত ও ভাবনা অভিনীত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পাচ্ছে আগামী ৪ আগস্ট। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলচ্চিত্রটি মুক্তি নিয়ে পরিচালক ও অভিনয়শিল্পীরা ব্যস্ত প্রচারণায়। তার ধারাবাহিকতায় আজ একটু পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তারা।