পর্তুগালের কেন্দ্রীয় অঞ্চলের বনে শনিবার (১৭ জুন) আগুন লাগার ঘটনায় কমপক্ষে ২৫ জনের প্রাণহানি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা হতাহতের খবর নিশ্চিত করেছেন। দাবানলের ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জন দমকল কর্মী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোয়িমব্রা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে জেলায় বনে আগুন লাগার পর গাড়ি দিয়ে পালানোর সময় দাবানলের কবলে পড়ে অনেকেই মারা যান। প্রধানমন্ত্রী আন্তোনি কস্তা বলেছেন, "ভয়াবহ একটি ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা। এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।" এর আগে পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, নিহতদের মধ্যে ১৬ জন গাড়ির ভেতরে বদ্ধ অবস্থায় আগুনে পুড়ে মারা গেছে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে অারো তিনজনের মৃত্যু হয়েছে। বনে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসেনি। সূত্র: বিবিসি