পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কলকাতা ও হাওড়ায় আটজন, বানকুড়া এবং হুগলিত জেলায় দু'জন মারা যায়। আহত হয়েছে বেশ কয়েকজন।
মঙ্গলবার সন্ধ্যার বজ্রপাত, প্রচণ্ড ঝড়বৃষ্টিতে বিমান, ট্রেনসহ যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ঘণ্টায় ৯৮ কিলোমিটার বেগে এদিন সন্ধ্যায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের কারণে কলকাতা বিমানবন্দর একঘণ্টার জন্য স্থবির হয়ে পড়ে। অন্তত চল্লিশ জায়গায় রাস্তায় উপর গাছ উপড়ে পড়ে। রাস্তায় এবং চলমান যানবাহনের উপর গাছ উপড়ে পড়ায় হতাহতের পাশাপাশি ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। মোবাইল টাওয়ার ভেঙ্গে পড়ায় বন্ধ হয়ে যায় মোবাইল ও ইন্টারনেট সেবা।