অন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের লাহোরে বুধবার (৫ এপ্রিল) সকালে সেনাবাহিনীর বাহনের নিকটে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ নিহত এবং ১৮ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সেনাবাহিনী সেখানে আদমশুমারি কাজে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার দায়িত্বে নিয়েজিত ছিলো। পাঞ্জাব সরকারের মুখপাত্র মালিক আহমেদ বলেছেন নিহতদের মধ্যে ৪ জন সেনা সদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক। নিরাপত্তা বাহিনী হামলাস্থল ঘিরে রেখেছে। চলতি বছরের শুরু থেকেই পাকিস্তানে কয়েক দফা বোমা হামলায় বহুসংখ্যক মানুষ নিহত হয়েছে। গত মাসে লাহোরে অপর আরেকটি বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।