শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
পাবনায় নেশার টাকার জন্য মা-খালা-ভাইকে কুপিয়ে খুন
প্রকাশ: ০৯:৫৫ am ০৪-০৭-২০১৮ হালনাগাদ: ১০:০৮ am ০৪-০৭-২০১৮
 
 
 


পাবনার বেড়া উপজেলার সোনাপদ্মা (চারা বটতলা) গ্রামে মা, খালা ও ছোট ভাইকে কুপিয়ে খুন করেছেন নেশাগ্রস্ত এক তরুণ। নেশার টাকা না পেয়ে তিনি এ ঘটনা ঘটান।

বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নেশায় আসক্ত তুহিন (১৮) ওই গ্রামের মিঠু ওরফে মিঠু ডাকাতের ছেলে। তিনি বাড়ির পার্শ্ববর্তী ভারেঙ্গা একাডেমির ১০ম শ্রেণির ছাত্র। ছয় মাস আগে সহপাঠী রুনা খাতুনকে বিয়ে করেছিলেন তুহিন।

নিহতরা হলেন- মা বুলবুলি খাতুন(৫০), খালা মরিয়াম বেগম(৪৫) ও ছোট ভাই তুষার(১১)।

স্থানীয়রা ঘাতকের স্ত্রী রুনার(১৮) ররাত দিয়ে জানান, তুহিন নেশা করার জন্য তার মায়ের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে তাকে গরু জবাই করা ছুরি দিয়ে কোপানো হয়। এ সময় তার খালা ও ছোট ভাই এগিয়ে আসলে তাদেরও উপুর্যপরি কোপান তুহিন। এতে তিনজনই ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনার পর ঘাতক তুহিন বাড়ি থেকে পালিয়ে যান। পরে তার স্ত্রী গ্রামের লোকজন ও নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলম খানকে ঘটনাটি জানান।

পুলিশ খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে আসে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ সুপার জিহাদুল কবির ও তিনি ঘটনাস্থলে রয়েছেন। পরে বিস্তারিত বলতে পারবেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT