মিয়ানমার কর্তৃপক্ষ দেশটির পার্লামেন্ট ভবনের নিকটে ড্রোন উড়ানোয় দুইজন বিদেশী সাংবাদিককে দুই মাসের কারাদন্ড প্রদান করেছে। গত অক্টোবরে তুরস্কের একটি টিভি চ্যানেলের ডকুমেন্টারি তৈরির সময় মালয়েশিয়ার প্রতিবেদক মোক চোয় লিন এবং সিঙ্গাপুরের ক্যামেরাম্যান লাউ হোন মেং'কে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা মিয়ানমারের নাগরিক ড্রাইভার হ্লা তিন এবং দ্বোভাষী অং নাইং সোই'কেও কারাদন্ড প্রদান করা হয়েছে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে তুর্কি প্রেসিডেন্টের মন্তব্যের কারণে মিয়ানমার-তুরস্কের সম্পর্কে অবনতি ঘটেছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সংখ্যালঘু উপজাতিদের ওপর গণহত্যা চালানোর জন্য মিয়ানমার কর্তৃপক্ষকে দায়ী মনে করছে। প্রথমে ওই দুই সাংবাদিককে লাইসেন্স ছাড়া নিষিদ্ধ পণ্য মিয়ানমারে ঢুকানোর অভিযোগে আটক করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের কারাদন্ড হতে পারে। তবে দেশটির আদালত এই অভিযোগ এড়িয়ে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে তাদের তিন মাসের কারাদন্ড প্রদান করেছে।
সূত্র: বিবিসি