জেলার পুঠিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার সাধনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমজাদ হোসেন (৩৫) ওই গ্রামের মৃত আয়েন আলীর ছেলে। তিনি একজন মাছচাষি ছিলেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান জানান, আমজাদ হোসেন রাতে পুকুর দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণ পরই রাস্তার পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমজাদের বুকে, পেটে ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুর রাজ্জাক।
তিনি বলেন, “অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”