পুলিশের অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানসহ বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ মার্চ) রাতে নগরীর ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাদের আটক করা হয়।
ডবলমুরিং থানার ওসি সূত্রে জানা যায়, বিএনপি নেতা নুরুল ইসলাম বাদশার বাসার নিচে নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
এদিকে, বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে লালদীঘি মাঠে জনসভার আহবান করেছে বিএনপি। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
তবে বিএনপি নেতাকর্মীদের জনসভার অনুমতি দেয়নি নগর পুলিশ।