রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
পেশা-পরামর্শ সভা করে তাক লাগাচ্ছেন সুফী ফারুক
প্রকাশ: ১০:৪৮ am ১৭-১২-২০১৭ হালনাগাদ: ১০:৪৯ am ১৭-১২-২০১৭
 
 
 


এস এম জামাল, কুষ্টিয়া : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৪(কুমারখালী-খোকসা) আসন এলাকায় গণসংযোগের পাশাপাশি বিভিন্ন সভা সেমিনারসহ নানান পদক্ষেপ গ্রহণ করেছেন তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক। তার এই পদক্ষেপের কারনে এলাকাবাসীর কাছে প্রিয় নেতা হিসেবে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তরুণ এই নেতা ইতোমধ্যেই তার আসনের (খোকসা-কুমারখালী) বিভিন্ন এলাকায় সভা সেমিনারের পাশাপাশি পেশা-পরামর্শ সভা, নারীদের উন্নয়নমুলক কর্মকান্ডের পাশাপাশি হাতের কাজের উপর প্রশিক্ষণালব্ধ জ্ঞানকে কাজে লাগাতে এবং ফ্রি কম্পিউটার প্রশিক্ষন করে তরুণ, বৃদ্ধা-বণিতাসহ সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন। খোকসা-কুমারখালী আসনের নৌকার সম্ভাব্য প্রার্থী হিসেবে নৌকার পক্ষে নিয়মিত গণসংযোগ করতেও দেখা গেছে তরুণ বুদ্ধিদীপ্ত এই নেতাকে। গত মঙ্গল ও বুধবার দিনব্যাপী তিনি কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মটমালিয়াট-বালিয়াকান্দি গ্রামে দিনব্যাপী গণসংযোগ করেছেন। শুনিয়েছেন কিভাবে ভালো থাকা যায়, শুনিয়েছেন আশার বাণী।চেয়েছেন নৌকার পক্ষে ভোট চেয়েছেন। এছাড়াও নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত চলমান, পেশা পরামর্শ সভা’র আওতায় মা-বোনদের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে তথ্য প্রযুক্তবিদ সুফি ফারুক বলেন, আমার নির্বাচনী এলাকায় সুশিক্ষিত-দক্ষ,কর্মক্ষম,রুচিশীল একটি প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি। আপনারা সেই প্রজন্ম গড়ে তোলার কারিগর, একজন মা যদি সন্তানকে রুচিশীল সুশিক্ষিত করে গড়ে তোলে তাহলে সেই সন্তান পরিবর্তন হবেই। অন্যদিকে গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় সুফি ফারুক বলেন, কুমারখালী-খোকসায় একটি সুশিক্ষিত-দক্ষ,কর্মক্ষম,রুচিশীল প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, আমি আপনাদের সে কথায় বলতে এসেছি। আপনার ভোট আপনি দিবেন তবে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে উন্নয়ন হয়েছে তার সাথে তুলনা করে নৌকায় ভোট দিবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। তার এই উদ্যোমী চিন্তা চেতনা ও সৃজনশীলতার কারনে তিনি সকলের প্রিয় নেতা হতে চলেছেন এবং তাঁর অনুসারী কর্মীরাও বেশ উৎফুল্ল চিত্তে কাজ করে যাচ্ছে।
ছবি: কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন এলাকায় গণসংযোগের পাশাপাশি বিভিন্ন সভা সেমিনারসহ নানান পদক্ষেপ গ্রহণ করেছেন তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT