ল্যাটিন আমেরিকান দেশ প্যারাগুয়েতে বর্তমান রাষ্ট্রপতি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার জন্য পুনঃনির্বাচনের একটি বিল পাস করতে গেলে এর বিরুদ্ধে সহিংস বিক্ষোভে করছে সেদেশের জনগণ। এছাড়া বিক্ষোভকালে তারা দেশটির কংগ্রেস ভবনে আগুন ধরিয়ে দেয় বলেও জানা গেছে।
এসময় প্রতিবাদে অংশগ্রহণকারীরা দেশটির আইনসভা ভবনের নিরাপত্তা বেষ্টনী ও দরজা-জানালা ভাংচুর করে।
প্রায় ৩৫ বছরের সামরিক শাসনের পর দেশটিতে ১৯৯২ সালের সংবিধানে সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির মেয়াদ এককালীন পাঁচ বছরের মধ্যে সীমিত রেখে আইন করা হয়। কিন্তু ক্ষমতাসীন প্রেসিডেন্ট হোরাক্টিয়ো কার্টিস এসব সীমাবদ্ধতা ডিঙ্গিয়ে দেশটিতে পুনঃনির্বাচন দেয়ার চেষ্টা অব্যাহত রাখেন।
আর এতেই প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে প্যারাগুয়েবাসী। গত শুক্রবার রাতে তারা আসুনসিয়নের রাস্তায় আগুন জ্বালিয়ে ও কংগ্রেস ভবনে ব্যাপক ভাংচুর চালিয়ে এর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিক্ষোভকালে দেশটির কংগ্রেস ভবনে পুনঃনির্বাচন বিলের সঙ্গে সংশ্লিষ্টদের কার্যালয়ে প্রবেশ করে ভাংচুর এবং আগুন ধরিয়ে দেয়া হয়।