প্রধান বিচারপতির ছুটি প্রসঙ্গে রাজনৈতিক অঙ্গণ ও সরকারের বিশেষ মহলে আলোচনা চলছে । একেক জন একেক ভাবে এ বিষয়ে ব্যখ্যা করেছেন ।
মঙ্গলবার (০৩ অক্টোবর) সকালে অ্যটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি দলের কাছে কুক্ষিগত তারা প্রধান বিচারপতির ছুটি নিয়ে রাজনৈতিক ফায়দা লুটের চেষ্টা করছে। তিনি বলেন, আমি মনে করি, তার ছুটি চাওয়ার বিষয়টি ‘নজিরবিহীন’ কোনো ঘটনা নয় । তার সমস্যা থাকতেই পারে । তবে কোনো চাপে নয়, ছুটির সিদ্ধান্ত তার ব্যক্তিগত । উনি (প্রধান বিচারপতি) ছুটি নিয়েছেন, এটা তার ব্যক্তিগত বিষয় । একজন মানুষের সুবিধা-অসুবিধা থাকতেই পারে । তিনি বিদেশ থেকে আসার পর আমার সঙ্গে দেখা হয়নি। জানি না ছুটির কী কারণ?
আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে এ বিষয়ে বলেন, প্রধান বিচারপতি শারীরিক অসুস্থতার কারণে ছুটি চেয়েছেন বলে আমি জানতে পেরেছি । তাকে কোনো ধরণের চাপ প্রয়োগ করা হয়নি । ষোড়শ সংশোধনীর রায়ের সঙ্গে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার ছুটির সম্পর্ক নেই । আনিসুল হক বলেন, যারা প্রধান বিচারপতিকে নিয়ে গণতন্ত্র ব্যাহত করার ষড়যন্ত্রের জাল বুনছিল, তারাই তাঁর ছুটিতে যাওয়ার বিষয় নিয়ে চিৎকার করছে ।