শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আইনমন্ত্রী আনিসুল হক
প্রধান বিচারপতি নিয়োগে সময় নিয়ে বাধ্যবাধকতা নেই
প্রকাশ: ০৯:৩৬ am ১৬-১১-২০১৭ হালনাগাদ: ০৯:৩৮ am ১৬-১১-২০১৭
 
 
 


প্রধান বিচারপতি নিয়োগে কোনো সময় নির্ধারণ বা সময় নিয়ে বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাষ্ট্রপতি যখন চাইবেন তখনই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন। এটা সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি না থাকায় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটি কোনো সমস্যা না। আমাদের সংবিধানেই (৯৭ অনুচ্ছেদ) বলা আছে, প্রধান বিচারপতির অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন। প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ার পর থেকে সিনিয়র বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। প্রধান বিচারপতির পদত্যাগের পর এখন রাষ্ট্রপতি সময় অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ  দেবেন। মন্ত্রী আরও বলেন, প্রধান বিচারপতি নিয়োগ যেহেতু রাষ্ট্রপতির এখতিয়ার, সেহেতু আইন মন্ত্রণালয়ের বলার কিছু নেই।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT