শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
প্রশ্নপত্র ফাঁসে হাতেনাতে ধরা খেলেন শিক্ষক, তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড
প্রকাশ: ১০:১২ am ১০-১১-২০১৭ হালনাগাদ: ১০:১৪ am ১০-১১-২০১৭
 
 
 


কিশোরগঞ্জের তাড়াইলে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) জেএসসি পরীক্ষা চালাকালে প্রশ্নপত্র ফাঁসের সময় মো. মাসুম মিয়া (৩৮) নামে এক শিক্ষক হাতেনাতে ধরা পড়েছেন। পরে তার অপরাধ প্রমাণিত হওয়ায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুলতানা আক্তার জানান, তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জেএসসির বিজ্ঞান পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের স্টাফরুমের দরজা বন্ধ করে শিক্ষক মাসুম মিয়া মোবাইলে প্রশ্নপত্রের ছবি ধারণ করেন। পরে ছাত্রছাত্রীদের মাঝে সরবরাহ করার জন্য বই থেকে উত্তরপত্র তৈরি করা অবস্থায় পাওয়া যায়। পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন ১৯৮০ ধারা ১২ অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT