সৌদি আরবে এখন থেকে মহিলারাও ফতোয়া জারি করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির শুরা কাউন্সিল। শুরা কাউন্সিলে বিপুল ভোটে মহিলাদের ফতোয়া জারির অধিকারের পক্ষে সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে সৌদি আরব মেয়েদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। বিশ্লেষকরা সৌদি আরবের এসব সিদ্ধান্তে সুদূরপ্রসারী পরিবর্তনের ইঙ্গিত দেখছেন। তেলের দাম পড়ে যাওয়ায় সৌদি আরব এখন বিরাট অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকেটর মুখে পড়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন নানা ধরণের সংস্কারের মাধ্যমে তার দেশকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন। শুরা কাউন্সিলে মহিলাদের ফতোয়া জারির অধিকার প্রদানকে সেই লক্ষ্যেই আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে শুরা কাউন্সিলের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সৌদি বাদশাহকে একটি রাজকীয় ফরমান জারির মাধ্যমে মহিলা মুফতির পদ তৈরি করতে হবে। সৌদি আরবের যে কট্টর রক্ষণশীল ভাবমূর্তি, এসব সিদ্ধান্তের ফলে সেই ভাবমূর্তি অনেকখানি কাটিয়ে তোলা যাবে বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা