মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৩৫ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। নিয়োগদাতা ছাড়া অন্য মালিকের অধীনে কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তিনদিনের অভিযানে গত সোমবার থেকে আজ (বুধবার) পর্যন্ত দেশটির দাম্মাম শহর থেকে তাদের আটক করে দেশটির পুলিশ। দাম্মাম শহরে কর্মরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ফয়সাল আহমেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি এই প্রসঙ্গে জানান, আটক হওয়া বাংলাদেশিরা কর্তৃপক্ষের অনুমতিপত্র ছাড়াই বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের কাজ করতেন বলে অভিযোগ ওঠেছে। সৌদি শ্রম আইনে তা দণ্ডনীয় অপরাধ। এতে শ্রমিক ও নিয়োগকর্তার ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তিনি আরও জানান, আটকদের সবাইকে সেখানকার ডিপোর্টেশন জেলে পাঠানো হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই তাদের দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে।