কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ ও চাঁদা দাবি অভিযোগের সত্যতা পায়নি গোয়েন্দা পুলিশ।আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলে একথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। ৩ জুলাই সকালে ফরহাদ মজহার ঢাকার আদাবরের নিজ বাসা থেকে বের হলে অপহৃত হন বলে অভিযোগ করেন তার স্ত্রী ফরিদা আক্তার। এরপর তারা আনুষ্ঠানিকভাবে আদাবর থানায় একটি জিডি লিপিবদ্ধ করেন। এরপর বিষয়টি তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ৪ জুলাই ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে যশোরের নোয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে র্যাব। উদ্ধার ফরহাদ মজহার ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। জবানবন্দি শেষে ফরহাদ মজহার নিজ জিম্মায় বাসা যাওয়ার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন। এরপর ফরহাদ মজহারকে অপহরণ ও চাঁদা দাবি অভিযোগের মামলা দায়ের করা হয়।