ফসল না ওঠা পর্যন্ত কৃষকদের ঋণ আদায় বন্ধ থাকবে।শনিবার (২৬ আগস্ট) দুপুরে গাইবান্ধা তিনি এ কথা বলেন। তিনি বলেন, বন্যায় যারা ঘর-বাড়ি হারিয়েছে তাদের ঘর বানিয়ে দেয়া হবে । বন্যায় যাদের ফসল নষ্ট হয়েছে তাদের কৃষি ঋণ দেয়া হবে । বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এক বিঘা জমিতে রোপনের জন্য চারা বিতরণ করা হবে। এর আগে বন্যার্তদের ত্রাণ বিতরণের জন্য গাইবান্ধা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে তিনি গাইবান্ধা পৌঁছান । এরপর তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যান । প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণ করবেন। পরে প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে রাজনৈতিক বিভিন্ন নেতা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।