রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ফিজিওথেরাপির জন্য সিআরপিতে খাদিজা
প্রকাশ: ১২:০০ am ২৮-১১-২০১৬ হালনাগাদ: ০১:০১ pm ২৮-১১-২০১৬
 
 
 


সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস এখন সাভারের সিআরপি হাসপাতালে। স্কয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর ফিজিওথেরাপি দেয়ার জন্য বর্তমানে খাদিজাকে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে খাদিজাকে ছাড়পত্র দেয়া হয়।

স্কয়ার হাসপাতালের কাস্টোমার কেয়ার অফিসার জাহাঙ্গীর আলম জানান, সকালে খাদিজাকে ছাড়পত্র দেওয়া হয়। খাদিজা হাঁটা চলা করতে পারে না। তাই তাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য সিআরপিতে পাঠানো হয়েছে।

খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, ‘‘স্কয়ার হাসপাতাল ছাড়ার সময় আমার কোনো টাকা দেওয়া লাগেনি। সরকার সব টাকা দিয়েছে। শুনেছি সাড়ে ১৭ লাখ টাকা ব্যয় হয়েছে।’’

উল্লেখ্য, সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা গত ৩ অক্টোবর এমসি কলেজে স্নাতক পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পর হামলার শিকার হন। ৪ অক্টোবর এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা দায়ের করেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস। হামলাকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এখন কারাগারে।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT