শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ফিলিপাইনে যাত্রবাহী বাস গভীর খাদে পড়ে গিয়ে ১৯ জন নিহত
প্রকাশ: ১২:১৩ pm ২২-০৩-২০১৮ হালনাগাদ: ১২:২৩ pm ২২-০৩-২০১৮
 
 
 


ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি যাত্রবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে গিয়ে ১৯ জন নিহত এবং ২১ জন আহত হয়েছে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে রাজধানী ম্যানিলার দক্ষিণে মিনদোরো প্রদেশের পার্বত্য শহর সাবলায়াতে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থাগুলো পুলিশের বরাত দিয়ে জানায়, বাসটি রাজধানী ম্যানিলা দিকে যাচ্ছিল। এ সময় বাসটি সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

পুলিশের মুখপাত্র ইমেলদা তোলেনতিনো বলেন, ‘‘দুর্ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন আমাদের জানিয়েছেন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই বাসটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। বাসের যান্ত্রিক ত্রুটি নাকি ওই সময় চালক ঘুমিয়ে পড়েছিল তা পুলিশ খতিয়ে দেখছে। দুর্ঘটনায় চালক নিজেও মারা গেছে।’’

তবে একজন যাত্রী জানান, ব্রিজের ওপর আসার পর চালক চেঁচিয়ে সবাইকে সিটবেল্ট বাঁধতে বলছিলেন। তিনি চেঁচিয়ে বলছিলেন বাসের ব্রেক ফেল করেছে। এরপরই বাসটি বিকট শব্দে নিচে আছড়ে পড়ে।

উল্লেখ্য, সুবালায়া শহরটি রাজধানী ম্যানিলা থেকে ১২১ মাইল দক্ষিণে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT