বঙ্গোপসাগরে নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ সারাদেশে ভারি বর্ষণ শুরু হয়েছে। ফলে পাহাড়ে ফের ভূমিধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। শুক্রবার (১১ আগস্ট) রাত থেকে চলছে ভারি বর্ষণ। আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে বলছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কাও রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে প্রায় ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে একই এলাকায় ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছিল। এটি ক্রমশ আরও উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে কুমিল্লা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপরূপে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করেছে।