রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বন্ধুত্বের নীতিতেই চলবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
প্রকাশ: ১২:২৫ pm ২৬-১১-২০১৭ হালনাগাদ: ১২:২৭ pm ২৬-১১-২০১৭
 
 
 


সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতেই চলবে বাংলাদেশ । এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।  রোববার (২৬ নভেম্বর) সকালে হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘জনগণ ও শান্তির জন্য কূটনীতি’ শীর্ষক তিন দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন । রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সাথে বাংলাদেশের কখনই কোন সমস্যা ছিলো না । তবে এ ইস্যুতে তৈরি সমস্যা সমাধানে বাংলাদেশ সfরা বিশ্বের কাছ থেকে কূটনৈতিক সহায়তা পেয়েছে । আমি মনে করি বাংলাদেশ এর আগে এত বিশাল কূটনৈতিক সফলতা অর্জন করেনি । সম্মেনে উপস্থিত কূটনীতিকদের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে আর কোন সমস্যা নেই । দারিদ্র্যই বাংলাদেশের প্রধান সমস্যা । তাই দারিদ্র্য দূর করতে ও অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করতে হলে বিভিন্ন দেশকে বিনিয়োগে আকৃষ্ট করতে হবে । প্রথমবারের মত পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশের মিশনগুলোতে দায়িত্বপালনরত দূতদের নিয়ে এক সম্মেলনের উদ্যোগ নেয় বাংলাদেশ। বিশ্বের ৫৮টি দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেন । বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রবাসী শ্রমিকদের কল্যাণসহ সামগ্রিক বিষয়ে বর্তমান সরকারের নীতির পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার প্রত্যয়ে স্বাধীনতার পর ঢাকায় প্রথমবারের মতো এই দূত সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনের লক্ষ্য হচ্ছে- উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৈদেশিক নীতির চ্যালেঞ্জ মোকাবেলা, বাণিজ্য সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং বিশ্বের একটি দায়িত্বশীল ও শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন । সেই সাথে এসব ক্ষেত্রে কোথাও কোনো দুর্বলতা থাকলে তা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেয়া হবে । এ সম্মেলনে মোট ১৪টি কর্মঅধিবেশন থাকবে । সম্মেলন চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT