বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে সচিবালয়ে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, দেশের বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বন্যা্ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
সচিব আরো জানান, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খাদ্য শস্যের মজুদ নিয়ে আলোচনা হয়েছে। চাল সংগ্রহের জন্য খাদ্যমন্ত্রীর কম্বোডিয়া সফর সম্পর্কে মন্ত্রিসভাকে জানানো হয়।
জানুয়ারি পর্যন্ত দেশে ২০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য প্রয়োজন হবে জানিয়ে সচিব বলেন, ২০ লাখ মেট্রিক টনের মধ্যে ১৫ লাখ মেট্রিক টন চাল ও ৫ লাখ মেট্রিক টন গম আমদানি করা হচ্ছে। ভিয়েতনাম ও কম্বোডিয়াসহ অন্যান্য দেশ থেকে চাল এবং রাশিয়া ও ইউক্রেন থেকে জিটুজি পর্যায়ে গম কেনা হচ্ছে।